নিখাদ বার্তাকক্ষ: গুদামজাত পাটের বিপরীতে ব্যাংক ঋণের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় খুলনায় সোনালী ব্যাংক করপোরেট শাখার কর্মকর্তা কাজী হাবিবুর রহমানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর বিশেষ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী অ্যাড. খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক থেকে ২০১০ সালে কয়েক দফায় ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকা ঋণ গ্রহণ করে মেসার্স সোনালী জুট মিল। কিন্তু এর বিপরীতে পাট ক্রয় না করে ওই টাকা আসামিরা পরস্পর যোগসাজোশে আত্মসাৎ করেন। যা বর্তমানে সুদ আসলে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকা হয়েছে। এ ঘটনায় দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা করেন।