দক্ষিণ আইচা থানার অসহায় বিধবার স্বপ্ন পূরণ।

চর ফ্যাশন প্রচ্ছদ সমাজ সেবা

দক্ষিণ আইচা থানার অসহায় বিধবার স্বপ্ন পূরণ।
নিখাদ বার্তাকক্ষ।।

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতায়, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে গৃহীত প্রকল্পের মাধ্যমে বিধবা নারী মোসাঃ রাহেলা বেগম (৫০),স্বামী-মৃত শাহজাহান হাওলাদার, সাং-চর হরিশ, ডাকঘর- মাঝের চর মাদ্রাসা, থানা-দক্ষিণ আইচা,জেলা-ভোলাকে।


সারাদেশের ন্যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের উদ্যোগে পাকা ঘর পেয়েছে রাহেলা বেগম. নামের এক গৃহহীন ও বিধবা নারী বুধবার (১৮ মে) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর কাছে ঘর হস্তান্তর করেন। নির্মিত ঘড় ও সম্পত্তির দলিল হস্থান্তর করেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ,

জনাব মোঃ শাখাওয়াত হোসেন,
ও দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক,জনাব,আকতার হোসেন বাবুল হাওলাদার । ১৫ নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ৮নং মেম্বার
মোঃ মতিন মহাজন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *