দক্ষিণ আইচা থানার অসহায় বিধবার স্বপ্ন পূরণ।
নিখাদ বার্তাকক্ষ।।
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিকতায়, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে গৃহীত প্রকল্পের মাধ্যমে বিধবা নারী মোসাঃ রাহেলা বেগম (৫০),স্বামী-মৃত শাহজাহান হাওলাদার, সাং-চর হরিশ, ডাকঘর- মাঝের চর মাদ্রাসা, থানা-দক্ষিণ আইচা,জেলা-ভোলাকে।
সারাদেশের ন্যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের উদ্যোগে পাকা ঘর পেয়েছে রাহেলা বেগম. নামের এক গৃহহীন ও বিধবা নারী বুধবার (১৮ মে) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর কাছে ঘর হস্তান্তর করেন। নির্মিত ঘড় ও সম্পত্তির দলিল হস্থান্তর করেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ,
জনাব মোঃ শাখাওয়াত হোসেন,
ও দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক,জনাব,আকতার হোসেন বাবুল হাওলাদার । ১৫ নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ৮নং মেম্বার
মোঃ মতিন মহাজন ছিলেন।