ভোলায় মাদকাসক্ত যুবককে পুলিশের উদ্যোগে মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ।
নিখাদ বার্তা কক্ষ।।
[০৭মে,২০২২খ্রিঃ]
ভোলা জেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মোঃ সাদেকের পুত্র মোঃ সাগর (২০), ১২/১৩ বছর বয়স হতেই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়। তার বাবার দুলারহাট বাজারে ছোট একটি ব্যবসা আছে। গত ৫/৬ মাস পূর্ব হতে সাগর তার পিতা-মাতার অবাধ্য হতে শুরু করে এবং পিতা-মাতাসহ পরিবারের লোকজনদের অগোচরে স্থানীয় বখাটে ছেলেদের সাথে মেলামেশা করে মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর সে প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাসায় ফিরে এবং বিভিন্ন অজুহাতে মাদক ক্রয়ের জন্য তার পিতার নিকট টাকা-পয়সা চায়। সাগরের দাবী পুরনে ব্যর্থ হলে সাগর প্রায়ই তার পরিবারের লোকজনদের মারধরসহ ঘরের মালামাল ভাংচুর করে।
এরূপ পরিস্থিতে তার পরিবার অতিষ্ট হয়ে গত ইং ০৫/০৫/২০২২ তারিখে পুলিশকে সংবাদ দিলে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাদকের পরবর্তী ভয়াবহতা সম্পর্কে ভিকটিম ও তার পরিবারের সাথে আলোচনা করলে ভিকটিম নিজে সুস্থ্য জীবনে ফিরে আসতে চায়। ভিকটিমের পিতার সম্মতিতে তার সন্তানের স্বাভাবিক ও সুস্থ্য জীবনে ফিরে আসার লক্ষে গতকাল ৬/৫/২২ খ্রি: তারিখ পুলিশ সুপার, ভোলা এর নির্দেশে অফিসার ইনচার্জ,দুলারহাট থানা এর উদ্যোগে পুলিশ প্রহরায় তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, বরিশালে প্রেরণ করা হয়।
মাদকাসক্ত যে কোন ব্যাক্তি সুস্থ জীবনে ফিরে আসতে চাইলে ভোলা জেলা পুলিশের এই সহায়তা অব্যাহত থাকবে।