নিখাদ বার্তাকক্ষ: ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসবের ৩য় দিনে রোজবাবু ও শামীমা পারভীন রত্নার নেতৃত্বে সাতক্ষীরার গণসঙ্গীত দল ঢাকায় শিল্পকলাএকাডেমি প্রাঙ্গনে সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য যে , শিল্পকলা একাডেমির উন্মুক্ত চত্বরে তৃতীয় জাতীয় গণসঙ্গীত উৎসবের ৩য় দিনের অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের সমাপনী দিন আজ শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়।
গণসঙ্গীতের অঙ্গীকার-সাম্য সম্প্রীতির বাংলাদেশ-এ স্লোগানকে ধারণ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজন করেছে চারদিনব্যাপী ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসব।
সাম্য ও সম্প্রীতির সমাজ নির্মাণের লক্ষ্যে পরিপূরক সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি দলের প্রায় ৮শ’ গণসঙ্গীতশিল্পী একক ও দলীয় পরিবেশনায় অংশ গ্রহণ করে ।
শুক্রবার (১ এপ্রিল) ৩য় জাতীয় গণসঙ্গীত উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪ টায় শুরু হয়। অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের ১০টি গণসঙ্গীতের দল দলীয় গণসঙ্গীত পরিবেশন করবে এবং আরো রয়েছে একক গণসঙ্গীত ও দলীয় নৃত্য