শশিভূষণ ছাত্রলীগের
নতুন কমিটি তে আলোচনায় শীর্ষে দুই দক্ষ ছাত্রলীগ নেতা।
নিখাদ বার্তাকক্ষ।
ভোলা জেলার চর ফ্যাসন উপজেলা আওতাধীন শশীভূষন থানা ছাত্রলীগের গত ০৪/০৩/২০২২ইং তারিখ আহবায়ক বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে,সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে যে সকল ছাত্রলীগ নেতারা পদ প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি /সম্পাদক, প্রেসের মাধ্যমে বিজ্ঞপ্তি দেন,
এরইমধ্যে পদ প্রত্যাশী অনেকেই মাঠে তৎপরতা চালাচ্ছেন শশিভূষণ থানা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পাওয়ার জন্য, যে সকল প্রার্থী আছে তার মধ্যে দুই জনের নাম আলোচনা বেশি শুনা যাচ্ছে। কঠোর ত্যাগ পরিশ্রম দক্ষ সংগঠক, সাবেক ছাত্রলীগের পদ সহ দলের পিছনে সময় ব্যায় করেছে,
শশিভূষণ থানা ছাত্রলীগের সকল কর্মী ছাত্র নেতাদের দাবি,
মোঃ তারেক পন্ডিত কে
এবং হাজী সোহেল কে দেখতে চায় নেতা হিসেবে,তারা সংগঠনের নেতা হলে, আগামী জাতীয় নিবার্চন তাদের মতো দক্ষ কে পদ দিলে ছাত্রলীগ করার জন্য এগিয়ে আসবে অনেক তরুনরা যোগ্যদের যথাযথ মূল্য দেওয়া হউক, এটাই দাবি, ছাত্র নেতাদের। ত