নাইজেরিয়ায় ধ্বংস করা হলো ১০ লাখ ডোজের বেশি মেয়াদোত্তীর্ণ করোনা টিকা। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির রাজধানী আবুজায় হয় এ ঘটনা।
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত ওই টিকাগুলো। লোকবলের অভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা যায়নি এগুলো। গত সপ্তাহেই নাইজেরিয়া সরকার ক্ষোভ জানিয়ে ঘোষণা দিয়েছিল, স্বল্প মেয়াদের আর কোনো টিকা অনুদান হিসেবে নেবে না তারা। এ বিষয়ে দাতাদের জানানোও হয়।
উল্লেখ্য, নাইজেরিয়ার মাত্র ২ শতাংশ মানুষ পেয়েছে করোনার দুই ডোজ টিকা। আগামী ফেব্রুয়ারির আগে সাড়ে ৫ কোটি বাসিন্দাকে টিকার আওতায় আনার লক্ষ্য দেশটির। গত এক সপ্তাহে অবশ্য নাইজেরিয়ায় টিকা নেয়ার হার বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে আগামী বছরের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে, টিকা দেয়ার গতি বাড়াতে হবে তিনগুণ।