দক্ষিণ আইচায় কোরআন খতমের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত।
মিজান ফারহান স্টাফ রিপোর্টার।।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির বিজয়ের ৫০ বছর পূর্ণ হয়েছে।
এ বিজয় দিবসে বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব- মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
এ সময়ে শহীদের স্মরণে বৃহস্পতিবার সকাল ১০ টায় দক্ষিণ আইচার চর কচ্ছপিয়া বেলায়েত হুজুরের মাদ্রাসার উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়। বিজয় দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে দক্ষিণ আইচা বাজারের সড়ক গুলো প্রদক্ষিণ করে দক্ষিণ আইচা বাজারের জিরো পয়েন্ট এসে শহীদের স্মরণে ত্রিশ পাড়া পবিত্র কুরআন খতমকরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক মাওয়লানা ওমর ফারুক মারুফ (বিল্লাহ), আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ জিয়াউর রহমান, হাফেজ ইউসুফ, হাফেজ আবদুর রহমান, হাফেজ ফখরুল ইসলাম, হাফেজ সায়াদ, মাওঃ মাকসুদুর রহমান, মাওঃ আমির হোসাইন প্রমুখ।