মিজানুর রহমানঃস্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জে পুনরায় করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে। মঙ্গলবার শহরের ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে নতুন করে কিট আসার পর ফের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।
তিনি জানান, মঙ্গলবার ১ হাজার ৯২০টি কিট এসেছে। এই কিট দিয়ে আগামী ৫-৬ দিন নমুনা পরীক্ষা সম্ভব। তবে আমরা আমাদের চাহিদা দিয়ে রেখেছি। আশা করছি কিট সংকটের মতো ঘটনা আর ঘটবে না। কিট যখন পেয়েছি আমরা আর সকালের অপেক্ষা করব না। আজ রাত থেকেই নমুনা পরীক্ষা করব।
এর আগে কিট সংকটের কারণে ল্যাবটিতে বন্ধ ছিল করোনার নমুনা পরীক্ষা। সোমবার থেকে অনেককে নমুনা পরীক্ষা করাতে এসে বাড়ি ফিরে যেতে হয়েছে। এতে করে দূর-দুরান্ত থেকে আগত করোনা সন্দিহান মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি।
নারায়ণগঞ্জের সংগৃহীত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছিল হাসপাতালটির কর্তৃপক্ষ। তবে ল্যাবটিতে পরীক্ষা শুরু করায় ফলাফল পেতে সৃষ্টি জটিলতা সমাধান হল।
জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টা হিসাবের রেকর্ডে কোনো মৃত্যু কিংবা সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। এ সময়ে নতুন করে শুধু ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন।