নিউজ ডেস্ক : সংক্রমণরোধে আগামী এক সপ্তাহ (১ জুলাই থেকে ৭ জুলাই) বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশ দেন ড. বেনজীর আহমেদ ।
বিধিনিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, বুধবার ৩০ জুন ২০২১ ইং মন্ত্রিপরিষদ বিভাগ ‘কঠোর লকডাউনের’প্রজ্ঞাপন জারি করে। করোনা ভাইরাসের সংক্রমণরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনে’সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।