নিউজ ডেস্ক : লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অবসরে যাবেন।
“দৈনিক নিখাদ খবর” ও অনলাইন নিউজ পোর্টাল ” ই-নিখাদখবর” এবং “সাপ্তাহিক দূর্ণীতি ও অবক্ষয়” পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নব নিযুক্ত সেনাপ্রধান জনাব জেনারেল এসে এমন শফিউদ্দিন আহমেদকে অভিনন্দন শুভ কামনা এবং মুজিবীয় শুভেচ্ছা জানায় এবং নিয়োগ প্রাপ্ত নতুন সেনাপ্রধানের আগামীর পথচলা শুভ ও সফল হোক এই কামনা করেন।