মিজানুর রহমান।।
কতটা অসহায় হলে পাওয়া যাবে মানবতার সেবা।
অবশেষে ঘূর্ণিঝড় “ইয়াস ” এর প্রভাবে। চর ফ্যাসন উপজেলার, দঃআইচা থানা। চর মানিকা গ্রামের ৩নংওয়ার্ডের।স্বামী/সন্তান হারানো।বাক প্রতিবন্ধী মোঃফিরোজা বেগম(৬৫)এর মাথা লুকানো, চাদটাও নিয়ে গেলো ঘূর্ণিঝড় “ইয়াস” ঝড়ে।এখন নেই মাথা গোজার ঠাঁই।
বাক প্রতিবন্ধী, ফিরোজা বেগম,সরকারী কোন অনুদান পায়না।তবে ব্রাক সংস্থা থেকে।কিছু হাঁসের বাচ্চা, এবং প্লাস্টিকের একটা পাত্র পেয়েছে।যাকে ড্রাম বলি।
সে গ্রামের কৃষকের,ক্ষেতের ডাল,মরিচ সংগ্রহ করার কাজ করে তার জীবন চলে, এই আছে তো আর কি।কাজ করে যা পায় তা দিয়ে কোন রকমে জীবন চলে বাক প্রতিবন্ধী মোসাঃফিরোজা বেগমের।
গঠনা জানতে পারি তার নিকটতম আত্মীয় থেকে।