নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেয়া ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভে গাজা অঞ্চলের ওপর থেকে ইহুদিবাদী সেনাবাহিনীদের আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
রোববার (১৬ মে) এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বোস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
পশ্চিম লস অ্যাঞ্জেলসে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় ফেডারেল ভবনের বাইরে থেকে ইসরায়েলি কনস্যুলেট পর্যন্ত প্রায় দুই মাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভে অংশ নেয়া মানুষজন বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন। তাদের প্রতীকগুলো ছিলো এমন- ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘লং লিভ ইন্তিফাদা’।
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় গত সোমবার (১০ মে) থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনীরা। এসব হামলায় নারী-শিশুসহ ১৮০ জনের মতো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দেড় হাজারের অধিক মানুষ।