নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে একটি নির্মাণাধীন সিনাগগের গ্যালারি ভেঙে দুই ইহুদি উপাসক নিহত ও শতাধিক আহত হয়েছেন।
রোববার (১৬ মে) ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস এমন তথ্য দিয়েছে।-খবর রয়টার্স ও আল-জাজিরার
জেরুজালেমের উত্তরে গিভাত জিভ নামের অবৈধ বসতিতে এই দুর্ঘটনা ঘটেছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার স্থানে পদদলিত হয়ে ৪৫ তীর্থযাত্রী নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র বলেন, গিভাত জিভে ইহুদিদের উৎসব সাভৌত উপলক্ষ্যে সাড়ে ৬০০ উপাসক ছিলেন। আংশিকভাবে নির্মিত একটি সিনাগগে এই দুর্ঘটনা ঘটেছে।
ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, অন্তত ৬০ আহত ব্যক্তির চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আসনে বসার আগে উপাসকেরা নেচে নেচে গান গাইছিলেন। তখনই হঠাৎ কর গ্যালারি ভেঙে তারা নিচে পড়ে যান।
আহতদের জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
জেরুজালেম জেলা পুলিশের প্রধান ডোরোন তুর্গম্যান বলেন, আমরা আরেকটি অনুষ্ঠানের ডাক দিয়েছি, যেটিতে অবহেলা ও দায়িত্বশীলতার অভাব ছিল। এই ঘটনায় দোষীদের গ্রেফতার করা হবে।