চরফ্যাশন বাজারে অভিযান কালে ইউএনও’র গাড়িতে হামলা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
মিজানুর রহমান, চরফ্যাশন থেকে৷৷
চরফ্যাশনে ঈদ বাজারে অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা৷
জানা যায়, চরফ্যাশন বাজারে লকডাউন এর নির্দেশনা মেনে বুধবার (১২ই মে) রাত ৯টায় বটতলা রোড অভিযান পরিচালনার সময় দোকান খোলা রাখার অপরাধে মিজান স্টোরের মালিককে ১ হাজার ৮শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন৷ এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত ব্যবসায়ী ও জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে এই হামলা চালায়৷ একপর্যায়ে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আনা হয়৷
হামলার বিষয়ে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি বলেন, যথা সময়ে আমরা উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনেছি৷ তিনি আরও বলেন, চরফ্যাশন থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের বৈঠক হয়েছে৷ ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামতের দায়িত্ব নিয়েছি আমরা৷ এই হামলার বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন অভিযোগ করবেনা বলেও সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি৷
ইউএনও মো. রুহুল আমিন জানান, মিছিলকারীরা তার সরকারি গাড়িটি ভাঙচুর করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতে থাকা কেউ আহত হননি। তারা সকলেই নিরাপদে আছেন। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান ইউএনও।