জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২ জুন

জাতীয় প্রচ্ছদ

নিউজ ডেক্স : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২ জুন, ২০২১ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন।

মঙ্গলবার বিকেলে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২ জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫টায় শুরু হবে।”

এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে আগের বারের মতো আসন্ন বাজেট অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত অধিবেশন (১২তম সংসদ) মাত্র ৩ কার্য দিবসে এবং পাঁচটি বিল উপস্থাপন করে ৪ মার্চ শেষ হয়।

বৈঠক শুরুর আগে অধিবেশনের এজেন্ডা ও কার্যকাল নির্ধারণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদেরকার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
(সূত্র-বাসস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *