নিখাদ ডেক্স : গ্রামীণ নিস্তব্ধ দুপুরে গাছের ডালে কিংবা বিদ্যুতের তারে ঘুঘুর দেখা মেলে। শান্তি বা নম্রতার প্রতীক পাখিটি লোকালয়ে বাস করলেও থাকে আড়ালে। শহরে খাঁচায়ও ঘুঘু পুুষতে দেখা যায়।
এদিকে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে নামাজরত এক মুসল্লির মাথার ওপর একটি ঘুঘু বসে থাকতে দেখা গেছে। সামাজিকমাধ্যমে এ ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন।
মুসল্লি রুকু থেকে সিজদায় গেলেও চলে যায়নি ঘুঘুটি। রুকুতে গেলে পিঠে চলে এসেছে, সিজদায় গেলে আবার মাথায় চলে গেছে।
নাছোরবান্দার মতো ঘুঘুটি ওই মুসল্লির শরীরে এঁটে থাকতে যেন অবিচল ছিল। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই মুসল্লির নামাজ শেষ হওয়া পর্যন্ত ঘুঘুটি তার মাথা থেকে সরেনি। তবে পাখিটি তার মাথায় কীভাবে এসে বসেছে, তা দেখা যায়নি। নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি একটি পোষা ঘুঘু।
ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ অবাক হয়ে বলেছেন, কী চমৎকার দৃশ্য। লোকটি নিশ্চয়ই ভাগ্যবান।