নিখাদ ডেক্স : বিয়ের পর থেকে অস্ট্রেলিয়া থাকছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার একমাত্র সন্তান আইজানও জন্ম নিয়েছে সেখানে। গত কয়েক বছর ধরে বছরে দুইবার করে বাংলাদেশ আসেন শাবনূর। কয়েকদিন থেকে আবার চলে যান অস্ট্রেলিয়ায়।
গেল বছর লকডাউনের জন্য দেশে আসতে পারেননি শাবনূর। ঠিক করেছিলেন, এবার ঈদে দেশে থাকবেন। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আসতে ভয় পাচ্ছেন তিনি। এজন্য তার মন খারাপ। দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শাবনূর।
অস্ট্রেলিয়া থেকে তিনি বলেন, ‘করোনার মধ্যে এমনিতেই অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে হলে অনেক ফরমালিটি মেইনটেইন করতে হয়। বাংলাদেশে যেহেতু করোনার সংক্রমণ অনেক বেড়েছে, তাই এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে। সবকিছু স্বাভাবিক হোক, তারপরই যাব। সবারই সুরক্ষা জরুরি।’
সাক্ষাৎকারে শাবনূর জানান, বাঙালি খাবার সবচেয়ে বেশি মিস করেন তিনি। নিজের গ্রামও অনেক মিস করেন। দেশে থাকতে অবসর পেলেই গ্রামে চলে যেতেন তিনি। বাড়ি থেকে মুরগি, ডিম, কলা নিয়ে আসতেন। বোরকা পড়ে ঢাকার তিনশ ফিট এলাকায়ও যেতেন। সেখান থেকে ভালো মাছ, মুরগি আর তাজা শাক-সবজি, ফলমূল নিয়ে আসতেন।
করেনার এই সময়ে যাদের ঢাকায় খুব বেশি কাজ নেই তাদের গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন শাবনূর। তিনি বলেন, ‘গ্রামে যাদের জমি আছে, তারা সেখানে চলে যান। নিজেদের পুকুর থাকলে মাছ চাষ করেন, হাঁস-মুরগিও পালন করতে পারেন। জমিতে নানান ধরনের ফলমূল ও শাক সবজির চাষাবাদও করতে পারেন। এতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি মানসিকভাবেও ভালো থাকবেন। অকারণ টেনশন দূর হবে।’