বর্ণবাদের প্রতিবাদে রোজা রাখেন যিনি

আন্তর্জাতিক

নিখাদ ডেস্ক : রেহান জয়াবিক্রমে একজন রাজনীতিবিদ। তিনি শ্রীলংকার প্রধান বিরোধীদলের একজন তরুণ রাজনীতিবিদ। গত ১৩ই এপ্রিল রোজা রাখার ঘোষণা দিয়ে তিনি বিস্ময় সৃষ্টি করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র খবর।

এক টুইট বার্তায় এই রাজনীতিবিদ লেখেন, ‌’আমি একজন বৌদ্ধ এবং আমি আমার জীবনে বৌদ্ধ দর্শন মেনে চলার জন্য চেষ্টা করি। একথা বলার পরও জানাতে চাই, আমি আমার মুসলিম ভাই-বোনদের সংগে পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য অপেক্ষা করছি। এটাই হবে আমার জীবনে প্রথম রোজা রাখা, আমার জন্য প্রার্থনা করবেন।’

এই টুইটের পর দিন থেকে রমজান মাস শুরু হয়। সেদিন থেকে জয়াবিক্রমে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকেন।

জয়াবিক্রমে বলেন, তিনি যে এক মাসব্যাপী রোজা পালন করছেন এর একটা লক্ষ্য হলো, ইস্টারের দিন গীর্জায় জঙ্গিদের আত্মঘাতী আক্রমণের পর দেশে যে মুসলিমবিরোধী মনোভাব জেগে উঠেছে, তার মোকাবিলা করা। রেহান জয়াবিক্রমের রোজা রাখার ঘোষণার পর তাঁর প্রতি সমর্থন জানিয়ে অনেকে মন্তব্য জানিয়েছেন।

জয়াবিক্রমে আরও বলেন, ‌’আমাদের দেশের কিছু নেতা যে বর্ণবাদকে উসকে দিচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমি রোজা রাখার চিন্তা করেছি। তবে রোজা রাখার অর্থ এই নয় যে, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি বর্ণবাদের প্রতিবাদ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *