বিনোদন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা শোচনীয়। দিন দিন অবস্থা আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ভারতের জন্য মার্কিন সরকারের কাছে ভ্যাকসিন চাইলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
মঙ্গলবার (২৭ এপ্রিল) টু্ইট করে ভ্যাকসিন চাইলেন তিনি। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার মনে ভেঙে গেছে ভারতকে এভাবে করোনার সঙ্গে লড়তে দেখে এবং মার্কিন যুক্তরাজ্যের যতটা প্রয়োজন ছিল ৫৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46 ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive।’
প্রিয়াঙ্কার এ টুইটের পর নড়েচড়ে বসেছেন অনেকে। পাল্টা জবাবে কেউ কেউ লিখেছেন, এই টুইট আরও ২ সপ্তাহ আগে দরকার ছিল। তারা মনে করছেন, প্রিয়াঙ্কা অনেক দেরি করে ফেলেছেন।
আবার অনেকে সমর্থন জানিয়ে অভিনেত্রীকে। প্রিয়াঙ্কার এ টুইটকে সাহসী বলেও উল্লেখ করেছেন তার ভক্তরা। তাকে সমর্থন জানিয়ে একজন লিখেছেন, ‘ইউএস ইতোমধ্যে ভারতকে ভ্যাকসিন সাপ্লাই করা নিয়ে উদ্যোগ নিয়েছে।’