সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল মারা গেছেন

আইন ও আদালত বাংলাদেশ শোক

সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন বলে গণমাধ্যমেকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ২০১৯ সনের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া এ আইনজীবী ১৯৯৫ সনের ১২ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন।

পরে ১৯৯৭ সালের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আমিন উদ্দিন মানিক জানান, রেজাউলের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহিষাখোলা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *