চরফ্যাশনে জমিজমাকে কেন্দ্র করে পুলিশ সদস্য কর্তৃক হামলার অভিযোগ আহত ৩
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় নারী পুরুষ সহ ৩জন গুরুতর আহত হয়েছে বলে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনির উদ্দিন (৪৫) অভিযোগ করে বলেন, আবদুল্লাহপুর এলাকায় আমাদের বসতবাড়ী সহ চাষ যোগ্য ৩একর ৪৪শতাংশ জমি রয়েছে।
প্রায় দুই মাস পূর্বে ওই জমিতে একই এলাকার আবদুল মন্নান তালুকদারের ছেলে সিদ্দিক তালুকদার জোরপূর্বক সিমানা গাড়তে আসলে আমি বাধাঁ দিলে সিদ্দিক তালুকদার বাকবিতন্ডা করে। এবিষয়কে কেন্দ্র বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ১২টার সময় তাদের বাড়িতে বসানো সরকারি টিউবওয়েল থেকে আমার মেয়ে খুকু মনি (২১) পানি আনতে গেলে সিদ্দিক তালুকদার ও তার স্ত্রী বিবি মরিয়ম এবং ছেলে হাবিবের স্ত্রী আয়শা বেগম মারধর করে। এসময় আমি এবং আমার স্ত্রী হাজেরা বেগম (৩৫) মেয়ের ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে আমাদেরকেও লাঠিসোটা দিয়ে মারধর করে আমার বাঁ হাত ভেঙ্গে দেয়।
আহত হাজেরা বেগম বলেন, আমার স্বামী মনির উদ্দিন আমাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পরে আমাদের আত্মিয় স্বজনদের খবর দিতে গেলে সিদ্দিক তালুকদার ও তার পুত্রবধু এবং স্ত্রীসহ ছোট ছেলে ছুটিতে থাকা বরিশাল বাকরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন ফাড়ির পুলিশ সদস্য আকতার হোসেন লাঠিসোটা দিয়ে আমাদের দ্বিতিয় দফায় মারধর ও দা’সেনি দিয়ে আমার মেয়ে খুকু মনিকে কুপিয়ে জখম করে। এসময় তাঁর মাথায় গুরুতর জখম হয়। এবিষয়ে সিদ্দিক তালুকদার বলেন, এঘটনায় আমার ছেলে জড়িত নয়। তবে এ হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে পুলিশ সদস্য আকতার হোসেন দাবি করেন।