১ ডিসেম্বর ২০২০ইং মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিম্নের তথ্য জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর দুই গুরুত্বপূর্ণ পদে রদবদলে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে।
আর মেজর জেনারেল আকবর হোসেন তারেককে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে করা হয়েছে এনডিসির নতুন কমান্ড্যান্ট, যিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন।

অধ্যায়-১:
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব নেওয়ার আগে সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী সৈনিক ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাসদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনডিসিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন। আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট পদে লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। মামুন খালেদ ৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন।
নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকেই আতাউল হাকিম সারওয়ার হাসানের পদোন্নতি কার্যকর
হবে।

নরসিংদী জেলার কূতি সন্তান আতাউল হাকিম সারওয়ার হাসান ১৯৬৬ সালে জন্মগ্রহণ করে। কিন্তু বেড়ে উঠেছেন ঢাকায়। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও ঢাকা কলেজের লেখাপড়া শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।
১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পাওয়া এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য, যাশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ঢাকার এরিয়া কমান্ডার (লজিস্টিকস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনের প্রথম জিওসি হিসেবে দায়িত্ব পালন করা এই জেনারেল সেনা সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারের কম্বাইন্ড প্ল্যানিং গ্রুপ এবং ডিফেন্স সার্ভিসেস ফোর্সেস ইন্টেলিজেন্সেও কাজ করেছেন।
এছাড়া ইরাকে জাতিসংঘ শান্তি মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন সিনিয়র অপারেশন্স অফিসার হিসেবে। উল্লেখ্য, বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েট আতাউল হাকিম সারওয়ার হাসান ব্রাজিলের স্টাফ কলেজে পড়তে গিয়ে পরে পর্তুগিজ ভাষাও শিখেছেন।
নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে তিনটি মাস্টার্স করা এই সেনা কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজে পিএইচডি করেছেন।
মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের স্ত্রী ফারজানা হাসান শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তারা দুই ছেলের জনক-জননী।
অধ্যায়০: ০২
নোয়াখালী বেগমগঞ্জ হাজিপুরের কৃতি সন্তান, নোয়াখালীর প্রাক্তন গভর্নর ও এমপি মরহুম নুরুল হক মিয়ার দৌহিত্র মেজর জেনারেল আকবর হোসেন তারেক ১৯৬৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে করা হয়েছে এনডিসির নতুন কমান্ড্যান্ট। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন নম্র ভদ্র সত্যবাদী ও লেখাপড়া মনোযোগী এবং দেশপ্রেমিক। উনি লেখাপড়া করেন ফৌজদারহাট ক্যাডেট কলেজে। বিএমএর ত্রয়োদশ (১৩) লং কোর্সের ক্যাডেট হিসেবে ১৯৮৫ সালে তিনি সেনাবাহিনীর আর্টিলারি কোরে (গোলন্দাজ বাহিনী) কমিশন পান।

উল্লেখ্য যে, বাংলা মায়ের গর্ব মেজর জেনারেল আকবর হোসেন তারেক ১৯৮৫ সালে সেনাবাহিনীর আর্টিলারি কোরে (গোলন্দাজ বাহিনী) কমিশন পান।

নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকে মেজর জেনারেল আকবর হোসেন তারেককে পদোন্নতি কার্যকর হবে বলে আইএসপিআর এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বা আদেশে জানানো হয়েছে।
এর আগে তিনি গত মার্চে ডিএসসিএসসিতে আসার আগে সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ( ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
উপসংহার: দেশসেবায় আপনারা আরো অবদান রাখুন এবং আপনাদের সমৃদ্ধি, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।দোয়া ও শুভ কামনা রইল জাতীয় দৈনিক নিখাদ খবর ও অনলাইন নিউজ পোর্টাল ই-নিখাদখবর এবং সাপ্তাহিক দূর্ণীতি ও অবক্ষয় পক্ষ থেকে।