নারীরা অধিকারসম্পন্ন পশু—- মন্তব্য নেতানিয়াহুর

আন্তর্জাতিক

নিখাদ ডেক্স: ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানানো। তাদের অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার। কিন্তু তা করতে যেয়ে উল্টো নারীদের জন্তু-জানোয়ারের সঙ্গে তুলনা করে বসলেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমালোচনার মুখে পড়ে গিয়েছেন ইজরাইলের প্রধানমন্ত্রী। বুধবার, ২৫ নভেম্বর ছিল ‘মহিলাদের বিরুদ্ধে সহিংসা দূরীকরণ’ বিষয়ক আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই ইজরাইলের আইনসভা নেসেটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্ত্রী সারা এবং মহিলা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বলেন, ‘মহিলারা কোনও পশু নন যে তাদের উপর অত্যাচার করা যাবে। আমাদের মতে পশুদের উপরেও কোনওরকম অত্যাচার চালানো যাবে না। আমরা জানি যে, পশুদেরও বোধবুদ্ধি, চেতনা, অনুভ‚তি রয়েছে। সুতরাং, পশুদের প্রতি যদি আমাদের সমবেদনাও থাকে- সব মহিলাই পশু, সব শিশুও পশু, তবে তাদের প্রত্যেকের অধিকার রয়েছে।’ নেতানিয়াহুর এই মন্তব্য নিয়ে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও সমালোচনার ঝড় ওঠে। তিনি জন্তু-জানোয়ারের সঙ্গে কী ভাবে মহিলাদের তুলনা করলেন, সেই প্রশ্ন তুলে নেতানিয়াহুকে তুলোধনাও করেন অনেকে। বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে নামে প্রধানমন্ত্রীর দফতর। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইজরাইলের পিএমও বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘নারী সুরক্ষা ও মহিলাদের অধিকার নিয়ে মন খুলে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদেও সরব হয়েছেন। তার বক্তৃতার একটা ছোট অংশে হেনস্থার উদাহরণ দিতে গিয়ে পশুর প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু তিনি কোনওভাবেই জন্তু-জানোয়ারের সঙ্গে মহিলাদের তুলনা করেননি।’সম্প্রতি ইজরাইলে মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দফতরের সাফাইয়ের পরেও নেতানিয়াহুর মন্তব্য নিয়ে বিতর্ক থামছে না। সূত্র : টাইমস অব ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *