‘সেনাবাহিনী পদক’ পেলেন জেনারেল আজিজ আহমেদ

জাতীয় প্রচ্ছদ


প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘সেনাবাহিনী পদক’ পেলেন ‘সেনাবাহিনী পদক’ পেলেন জেনারেল আজিজ আহমেদ ।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা । বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনা প্রধান মান্যবর জেনারেল আজিজ আহমেদকে এই পদক দেওয়া হলো। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসে গণভবনে সেনাবাহিনী প্রধানকে এই পদক দেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।  ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের হাতে এ পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *