জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।
বিবিসির পূর্বাভাস অনুযায়ী, তিনি ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যদিও তা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।
ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী হবার খবর দিচ্ছে সংবাদমাধ্যমগুলো।
পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে মি. বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন।
এর ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোট তিনি ছাড়িয়ে গেলেন।
মি. বাইডেনের রানিংমেট কমালা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং দাক্ষণ এশিয়ান বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
মি. বাইডেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমেরিকার জনগণ তার এবং কমালা হ্যারিসের ওপর যে আস্থার বহি:প্রকাশ দেখিয়েছে তাতে তিনি অভিভূত। তিনি বলেন, এখন জাতিকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে।
পেনসিলভেনিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যে ভোটগণনা এখনও চলছে।
এগুলোর মধ্যে জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতে তিনি এগিয়ে রয়েছেন।
ফলে এই তিনটি রাজ্যে তিনি জিতলে তিনি জয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের চেয়ে আরও বেশি ভোট পেয়ে যাবেন।
এই ভোটগুলো পেলে তার ঝুলিতে যাবে ৩০৬টি ভোট।
মি. বাইডেনের বিজয়ের খবর জানাজানি হবার পর রাজধানী ওয়াশিংটন ডিসির বিএলএম প্লাজায় উল্লসিত লোকজন ‘ঈশ্বরকে প্রশংসা, ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন” বলে গান গাইতে দেখা যায়।
ট্রাম্পের প্রতিক্রিয়া
সিএনএন জানাচ্ছে, জো বাইডেন বিজয়ের খবর প্রকাশের কয়েক মুহূর্ত পরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “বাইডেন মিথ্যে জয়ের ভাব ধরার জন্য তাড়াহুড়ো করছেন”, এবং “ভোটযুদ্ধ এখনো শেষ হবার অনেক বাকি।”
ওই বিবৃতিতে বলা হয়, তাদের আইনী যুদ্ধ সোমবার থেকে শুরু হবে।
বাইডেনের বিজয়ের খবরে ওয়াশিংটন ডিসিতে উল্লাস করছেন কিছু লোক
ছবির ক্যাপশান,
বাইডেনের বিজয়ের খবরে ওয়াশিংটন ডিসিতে উল্লাস করছেন কিছু লোক
ট্রাম্প তার বিবৃতিতে সঠিকভাবেই বলেন যে ভোটগণনার ফলগুলো এখনও নির্বাচনী কর্মকর্তারা প্রত্যয়ন করেননি, এবং এগুলো আসলে সংবাদমাধ্যমের পূর্বাভাস মাত্র।
এ ছাড়া ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে মি. ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইন চ্যালেঞ্জ শুরু করবেন।
ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছেন। এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত পিতার নামেও ভোট দেয়া হয়েছে।
মি. জুলিয়ানির কথায়, “আমরা যে পরিমাণ ভোটে এগিয়ে ছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারেনা। ”
শনষ
এ পর্যন্ত ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন
ছবির উৎস, BBC SPORT
ছবির ক্যাপশান,
এ পর্যন্ত ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন
রেকর্ডসংখ্যক পপুলার ভোট
মি. বাইডেন রেকর্ডসংখ্যক পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোট পেয়েছেন।
এই নির্বাচনে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন ১৯০০ সালের পর আমেরিকার কোন নির্বাচনে এত মানুষ ভোট দেননি।
মি. বাইডেন এখন পর্যন্ত পপুলার ভোট পেয়েছেন সাত কোটি ৩০ লাখের বেশি।
আমেরিকায় আর কোন প্রেসিডেন্ট এত মানুষের ভোট পেয়ে নির্বাচিত হননি।
মি. ট্রাম্প পেয়েছেন প্রায় সাত কোটি ভোট। সেটাও আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় সর্বাধিক ভোট।