ডেস্ক রিপোর্ট।
এন৯৫ মাস্ক কম সরবরাহ. ব্যাখ্যা চেয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি
চুক্তির চেয়ে প্রতি কার্টুনে এক থেকে দুই প্যাকেট এন৯৫ মাস্ক কম সরবরাহ করেছে তমা কনস্ট্রাকশন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-সংস্থা এনএসআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কেলেঙ্কারির তথ্য। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তমা কন্সট্রাকশনকে চিঠি দিয়ে মাস্কের সবশেষ চালান ফেরত পাঠিয়েছে সিএমএসডি।
গত ৫ মে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট সিএমএসডি’র কাছ থেকে তিন লাখ পিস এন ৯৫ মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় তমা কনস্ট্রাকশন। ৬ মে ২৫২টি এবং ৮ মে ১১১টি কার্টনে প্রায় ৮৭ হাজার মাস্ক সরবরাহ করে তারা।
সরবরাহ করা মাস্ক সংখ্যায় কম থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই অনুসন্ধানে নামে। ১০ জুন ৪২০টি কার্টন সরবরাহ করতে আসে তমার পিকআপভ্যান। সেখান থেকে দৈব-চয়নের ভিত্তিতে ২০টি কার্টন তল্লাশি করে প্রতিটিতে ১/২টি বাক্স কম পায় এনএসআই। এ নিয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি দিয়েছে সিএমএসডি।
চুক্তি অনুযায়ী প্রতিণটি কার্টনে ১২টি বক্স এবং প্রতিটি বাক্সে ২০টি করে মাস্ক সরবরাহের চুক্তি ছিল।