তানভীর সিদ্দিকী : কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় সোমবার (৭ সেপ্টেম্বর) র্যাব-১১, সিপিএসসি’র এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শারমিনকে (২৩) গ্রেফতার করে।
আসামি শারমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ হান্নানের স্ত্রী। শারমিন আক্তার এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন যা সাপ্তাহিক ১,২৫০/- টাকা পরিশোধ করার শর্তে। হত্যার দিন গত ০৬ সেপ্টেম্বর’ ২০২০ নিহত এনজিও কর্মী ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সাজিদুর রহমান পূর্ব নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে সোনারগাঁ থানার বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে হান্নানের বসত বাড়িতে যান। পরবর্তীতে সেখান থেকে এনজিও কর্মী সাজিদুর রহমান এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত এনজিও কর্মীর সহকর্মী ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শামীম মিয়া সোনারগাঁও থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন, মামলা নং- সোনারগাঁ ১১(০৯)২০। উক্ত নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ডের ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ চৌকষ দল সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২০ দুপুরে কুমিল্লার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভূক্ত ৩নং আসামী শারমিন আক্তার (২৩)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে র্যাব-১১ সোনারগাঁ থানায় হস্তান্তর করবে মর্মে তথ্য গণমাধ্যমকে জানান