জুলিও কুরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রানশ্রিয় ভাগিনা বীর মুক্তিযোদ্ধা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি ও আরজু মণির কনিষ্ঠ সুযোগ্য সন্তান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সুশীল ও মেধাবী মেয়র ব্যরিষ্টার তাপসের বিশ্বস্থ ভ্যানগার্ড এবং সময়ের সাহসী লড়াকু পরীক্ষিত , সভ্যসাচী সৈনিক যিনি সৎ, পরিচ্ছন্ন ও আদর্শবান ছাত্রনেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন হয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মত দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কূতিত্বের সাথে পালন করে আসছেন সেই বিল্পবী সফল ছাত্রনেতা রাজিবুল ইসলাম বাপ্পীকে “আমরা শরিয়তপুর বাসী” র সংগঠনের নেতূবূন্দ সহ সকলেই আগামীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে বা পেতে চায়। এটা “আমরা শরিয়তপুর বাসী”র প্রাণের দাবি।
আজ মঙ্গলবার বাদ আসর রাজধানীর মতিঝিলে :রহমত ভবন: এর ৪র্থ তলায় “আমরা শরিয়তপুর বাসী”র অস্থায়ী কার্যালয়ে উক্ত সংগঠনের পক্ষ হতে সংগঠনের আহ্বায়ক বোরহান খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ এবং সিনিয়র সদস্য মোহাম্মদ হেলাল ও সদস্য মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,তাছাড়া কমিটির সকলের উপস্থিতিতে ছাত্রনেতা রাজিবুল ইসলাম বাপ্পী যেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান সেজন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহবায়ক যথাক্রমে অনুষ্ঠান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। উভয়েই তাদের বক্তব্যে দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি এবং আবেদন করেন যেন, শরিয়তপুরের সূর্য-তরুন, আওয়ামী লীগের বিশ্বস্থ ভ্যানগার্ড এবং রাজপথের লড়াকু মুজিব আদর্শের সৈনিক মানবতার ফেরিওয়ালা এবং সঙসপ্তক ও সভ্যসাচী ছাত্রনেতা রাজিবুল ইসলাম বাপ্পীর কাঁধে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির পদটি তুলে দিয়ে যেন দক্ষিণ ছাত্রলীগকে আরো গতিশীল ও আদর্শ সংগঠন হিসেবে পরিচিত করতে পারে।
বক্তব্যের শেষে মোনাজাত অনুষ্ঠানে সকলেই আল্লাহ তায়ালা যেন রাজিবুল ইসলাম বাপ্পীকে ছাত্রলীগ দক্ষিণের সভাপতি হিসেবে কবুল করেন এবং পাশাপাশি যোগ্যতা ও সফলতার সাথে রাজিবুল ইসলাম বাপ্পী যেন উক্ত সভাপতির দ্বায়িত্ব পালন করে *মাদার অফ হিউমিনিটি* ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনার বাংলা বিনির্মাণের অগ্রনী ভূমিকা রাখতে পারেন সেই দোয়া করেন।।