সৎ, পরিচ্ছন্ন ও আদর্শবান রাজনীতিবিদ এবং
বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক,
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক পাঠাগার সম্পাদক (লিয়াকত – বাবু কমিটি) ও সাতক্ষীরার কূতি সন্তান জনাব আ.হ.ম. তারেক উদ্দীন কোভিড-১৯ সংক্রমিত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তাছাড়া উনি সাবেক ঘাদানির ঢাকা মহানগর অন্যতম শীর্ষ নেতা ছিলেন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, জনহিতকর বিভিন্ন সংগঠনের পূষ্টোপোষক ও অবৈতনিক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ সাতক্ষীরার ছাত্র-ছাত্রী ও যুবকদের ভিতর মৈত্রী এবং সঙগঠিত করার লক্ষ্যে ” জাগ্রত সাতক্ষীরা” নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন স্বৈরাচারীনি খালেদা জিয়া বিরোধী গণ-আন্দোলনে শাহাবাগ থেকে খালেদা আতঙ্ক মে নয়জন ছাত্র নেতা গ্রেফতার হয়ে টানা ১২০ দিন কারাভোগের বেরিয়ে এসে সেই সূর্য তরুণ ছাত্র নেতা তারেক এই সংগঠনের সভাপতির দায়িত্ব নিতে শুভ সূচনা করেন।
উনি ঢাকাস্থ সাতক্ষীরা জনকল্যাণ সমিতির আজীবন সম্মাননা সদস্য।
উল্লেখ্য যে জনাব তারেক জাতীয় পত্রিকা দৈনিক নিখাদ খবর এবং অনলাইন নিউজপেপার ই-নিখাদ খবর এর প্রকাশক এবং জাতীয় সাপ্তাহিক দূর্ণীতি ও অবক্খয় এর নির্বাহী ।সম্পাদক ।ঘাদানি
এই রাজনৈতিক সামাজিক ও মিডিয়া কর্মী জনাব তারেক দ্রুত সুস্থ হয়ে ও করোনা যুদ্ধে জয়ী হয়ে দেশমাতৃকায় অবদান রাখতে পারেন এবং উনার শ্রদ্ধেয়জন, ভক্ত, সমর্থকদের মাঝে আবার পদঢারনা করতে পারেন সেই দোয়া চেয়েছেন সবার কাছে #তারেকউদ্দীন ফ্যান ক্লাবের সদস্যরা# এবং আজ বুধবার আসর বাদ মতিঝিল * দৈনিক নিখাদ খবর* এর সম্পাদকীয় কার্যালয়ে প্রার্থনা করেছেন মহান আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন