রত্না আক্তার: বাংলাদেশ পুলিশের একজন সদস্য নাজমুন নাহার, যিনি কঠোর পরিশ্রমী, সৎ, ন্যয়নিষ্ঠ, পরোপকারী, নারীবান্ধব এবং সম্মুখ সাথীর একজন করোনা যোদ্ধা । যাকে ডিএমপি ওয়রী বিভাগের করোনার আপদকালীন সময়ের বিপদগ্রস্ত অনাহারী এমন কোন মানুষ নেই তার মোবাইল বা স্বশরীরে সমস্যার কথা জানিয়ে সমাধান পাননি এবং উপহার সামগ্রী বাসায় বসে পাননি ,এরকম নজির নাই। কি রাত কি দিন। বিশেষ করে কদমতলী, শ্যামপুর,ডেমরা, যাত্রাবাড়ী এবং সায়দাবাদের জনসাধারণ খুব বেশি উপকারভূগী এই পুলিশ কর্মকর্তা নাজমুল নাহারের।
তিনি নিজেই এখন করোনায় আক্রান্ত।করোনা মহামারিকালীন এইসময়ে দিনরাত পরিশ্রম করেছেন
মানুষের সেবা দেওয়ার জন্য কখনো ক্লান্ত হননি। উনার অধীনে অন্য যেসব পুলিশ সদস্য ছিলেন তারাও একই গতিতে দিনরাত পরিশ্রম এবং সেবা দিয়েছেন ওয়ারী বিভাগের প্রতিটি অসহায় পরিবারকে। নাজমুল নাহারের মত মানবিক, সামাজিক, মিডিয়া বান্ধব এবং দায়িত্ব সচেতন মানুষেরাই বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার । উনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সবাই কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত আরোগ্য লাভ করে উনার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে।