রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব-১০)। তারা মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের পরিষেবা বিকাশের মাধ্যমে প্রতারণা করতো।
আটক তিনজন হলেন- ইমাম হোসেন পলাশ (২৭) আল আমিন (৩০) ও রেজাউল ইসলাম শান্ত (২৪)।
সোমবার ২৪ আগস্ট রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উত্তর যাত্রাবাড়ীতে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও একটি মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
তিনি আরো জানান, আসামিরা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।