প্রশাসন ক্যাডারের উপ-সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার এ কথা জানানো হয়েছে দুদক থেকে। মনিরুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের এতোদিন বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে এ নিয়োগ দেয়া হয়। এতে আরও বলা হয়,খাদ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা মো.আকতার হোসেন আজাদকে দুদকের পরিচালক পদে নিয়োগ দিয়ে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।