দুবাই থেকে ১৯১ জন আরোহী নিয়ে ভারতের কেরালায় নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তত এ দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পার্লামেন্ট সদস্য কে জি আলফনসের বরাত দিয়ে ওই ফ্লাইটের একজন পাইলটের মৃত্যুর খবর জানিয়েছে এনডিটিভি।
ভারতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, উড়োজাহাজটি নামার সময় সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। সে কারণে উড়োজাহাজের চাকা পিছলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।