যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের প্রতীক প্রয়াত কংগ্রসেম্যান জন লুইসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। আটলান্টার ইবিনেজার ব্যাপটিস্ট চার্চে অনুষ্টিত এই শেষ কৃত্যানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা , জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন যোগ দেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তব্যে, কংগ্রসেম্যান জন লুইস যেসব নাগরিক অধিকার আন্দোলনে অংশ নিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে চলা বিক্ষোভের তুলনা করেন।
জন লুইসের স্মরণে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও বক্তব্য রাখেন। জর্জ ডব্লিউ বুশ, কংগ্রসেম্যান জন লুইসকে আমেরিকান সাধু হিসাবে অভিহিত করেন, যিনি তাঁর জীবদ্দশায় প্রেম এবং প্রত্যাশার ক্ষেত্রে ছিলেন চ্যাম্পিয়ন।
জন লুইসকে আটলান্টার সাউথ ভিউ গোরস্থানে সমাহিত করা হবে। তিনি জুলাই মাসের প্রথম দিকে ৮০ বছর বয়সে যকৃতের ক্যান্সারে মারা যান। লুইস ৩৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। তিনি কংগ্রেসম্যান হিসেবে জর্জিয়ার ৫ম কংগ্রেশানাল এলাকা যার মধ্যে অ্যাটলান্টাও রয়েছে সেখান থেকে নির্বাচিত হন।