শেখ আনম :: বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ মহোদয় বলেছেন,প্রর্তিটি ‘মিডিয়ার সংবাদকর্মী বা সদস্যদের আমরা সহকর্মী মনে করি। মিডিয়া প্রকৃতপক্ষে আমাদের আয়না। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে সব ধরনের মিডিয়া কর্মীবৃন্দ। আমরা ভালো কাজ করলে মিডিয়া প্রশংসা করবে, আবার খারাপটাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে।’
গত বুধবার (২২শে জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক আলাপচারিতায় মিডিয়া সম্পর্কে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন তিনি।
বাংলাদেশের মিডিয়াকর্মীদের ব্যাপারে পুলিশ প্রধান বলেন, ‘আমাদের মিডিয়াকর্মীরা বর্তমানে আন্তর্জাতিক মান অর্জন করেছে। আমরা সব সময় মিডিয়াকে সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও পুলিশ-মিডিয়া পারস্পরিক পেশাগত সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, ‘আমরা পাঁচটি টার্গেট নিয়ে বর্তমানে কাজ করছি। আমি অবসরে গেলে কীভাবে পুলিশকে দেখতে চাই, সেভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি।’
ক্র্যাবের সভাপতি জনাব আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বিকু এ সময় বক্তব্য দেন। সভাপতি তার বক্তব্যে পুলিশ মহাপরিদর্শকের বর্ণাঢ্য কর্মময় জীবন এবং অভিজ্ঞতা তুলে ধরেল এবং তার বাস্তব সম্মত ভূয়সী প্রশংসা করেন।
একজন অত্যন্ত উঁচুমানের প্রশাসনিক ও আদর্শিক নেতা ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে পুলিশ বাহিনী কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে।’
পুলিশ মহাপরিদর্শক তার বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যসহ দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।