সিরিজে রান ছিল না অলি পোপের ব্যাটে। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল জস বাটলারের। খুব প্রয়োজনের সময় দাঁড়িয়ে গেলেন দুই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে গড়ে দিলেন বড় সংগ্রহের ভিত।
ম্যানচেস্টারে শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুজন উপহার দিয়েছেন ১৩৬ রানের জুটি।
ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডম সিবলিকে প্রথম ওভারেই এলবিডব্লিউ করে বিদায় করেন কেমার রোচ। সিরিজে দ্বিতীয়বার শূন্য রানে আউট হন ইংলিশ ওপেনার।
শুরুর কঠিন সময় মাটি কামড়ে পার করে দিয়েছিলেন ররি বার্নস ও জো রুট। জমে উঠতে শুরু করেছিল তাদের জুটি। এমন সময়ে রান আউট হয়ে যান রুট। টানা দুই ইনিংসে রান আউট হলেন স্বাগতিক অধিনায়ক।
ক্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম সেশনে ইংল্যান্ড তুলতে পারে কেবল ৬৬ রান। চিত্রটা পাল্টায়নি দ্বিতীয় সেশনেও, আসে কেবল ৬৫ রান।
আগের টেস্টে দুই ইনিংসেই ভোগানো বেন স্টোকসকে এবার আগেভাগেই ফেরাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ এক ডেলিভারিতে অলরাউন্ডারকে বোল্ড করে দেন রোচ। ভাঙে আরেকটা সম্ভাবনাময় জুটি।
ফিফটি ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি বার্নস। রোস্টন চেইসের বলে স্লিপে ধরা পড়েন রাকিম কর্নওয়ালের হাতে। ১৪৭ বলে চারটি চারে ৫৭ রান করেন বার্নস।