এক দিনে প্রধান উপদেষ্টার ১৩ বৈঠক

জাতীয়
নিখাদ খবর ডিজিটাল> প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই ১৩টির বেশি বৈঠক করেছেন।

গতকাল বৃহস্পতিবার  তিনি এ বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে সাংবাদিকদের এ কথা জানান।

মেটার সঙ্গে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে।’

এর আগে চার দিনের সফরে ২০ জানুয়ারি সুইজারল্যান্ড যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করছেন। সফর শেষে আগামীকাল ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *