বেলাবোতে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের আজীবন ফ্রি চিকিৎসা প্রদান

ঢাকা

বেলাবো প্রতিনিধি>নরসিংদীর বেলাবোতে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ জানুয়ারী) শুক্রবার সকাল ১১ টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এনভিএস) উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপি নারায়নপুর ইউনিয়নের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা ১৩১ জন শিক্ষার্থী  উক্ত পরীক্ষায় অংশ গ্রহন করেন। বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ ও গ্রাফিক্স ডিজাইন কোর্স প্রদান করা হবে। উক্ত বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এনভিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন এ এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, “চলো গড়ি বেলাব” এডমিন প্যানেল সদস্য সোহারাব হোসেন, বেলাব প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান,মোঃ রহমতুল্লাহ, মোঃ কাউসার মিয়া’সহ প্রমূখ।

সোহারাব হোসেন বলেন, বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। আমরা ধন্যবাদ জানাই ডাঃরহমত উল্লাহ পাভেলকে এত সুন্দর একটা শিক্ষাবৃত্তি পরিক্ষার ব্যবস্থা করার জন্য।

ডাঃ রহমত উল্লাহ পাভেল বলেন,শিক্ষা বৃত্তি পরীক্ষাটি উপজেলা ভিত্তিক হলেও ভবিষ্যতে জেলা ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। যেন তারা উক্ত মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তাদেরকে অনুপ্রাণিত করতে আমাদের এ প্রয়াস। মেধাবীর ভিত্তিতে দশ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে এবং আজীবন ফ্রি চিকিৎসা ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *