চট্রগ্রাম প্রতিনিধি> বিশ্বশান্তি গীতাযঞ্জ পরিচালনা পার্ষদের ১০ম তম বর্ষপূর্তি উপলক্ষে সার্বজনীন শ্রী শ্রী দয়াময়ী কালী ও শিবমন্দির কমিটি এবং জয় সংঘের সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী বিশ্বশান্তি গীতাযঞ্জ ভাগবতপাঠ ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ৭নং ওয়ার্ডের নাজিরপাড়া হিন্দুপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী দয়াময়ী কালী ও শিবমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তপন শীল।
ভোর ৬টায় নগর কীর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে সকাল ৯টায় গুরুপূজা ও মঙ্গলারতি দুপুর ১২টায় মায়ের রাজভোগ নিবেদন করা হয়। রাত ৯টায় মহানাম সংকীর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।