সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি

Uncategorized

স্টাফ রিপোর্টার>

বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এর দখল থেকে ২৫০ কোটি টাকার মালামাল ক্রোক করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি। ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং এই ভূমির উপর নির্মিত স্থাপনা, গুলশানের দি এনভয় নামীয় ৮৪ গুলশান-০২ বিল্ডিং-এ তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমান এর নামে ৬১৮৯.৫৪ বর্গফুট এর একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নং রাস্তার, ৩১নং প্লটের উপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬ তলা বিল্ডিং এর ২য় ও ৩য় তলার (পূর্ব মধ্য দিকের বি ১/২ (ডুপ্লেক্স)) ২৭১৩.১০ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট বিজ্ঞ আদালতের আদেশপূর্বক ক্রোক করা হয়েছে। এক প্রেস রিলিজের মাধ্যমে এ খবর জানিয়েছে সিআইডি।

ক্রোক করা মালামালের বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি। উল্লেখ্য যে, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি।

অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেডে এবং কাঁচপুর অ্যাপারেল লিমিটেডে নামের দুইটি প্রতিষ্ঠানের নামে ২১ টি এলসি/সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) এর মাধ্যমে দুবাইতে তার অবস্থিত তার পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আরা গ্লোবাল ট্রেডিং এফজেটই সাইফ লাউঞ্জ, পিও বক্স নং- ১২১৭০৯, শারজা, সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে ২৬০,১৪,৯৮৪/- (দুই কোটি ষাট লক্ষ নয়শত চুরাশি) ইউএস ডলার এর পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার করেছে।
উক্ত বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন রয়েছে। এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *