অপরাধ

চট্টগ্রাম প্রতিনিধি>

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নতুনব্রীজে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ জানুয়ার) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজের গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। গ্রেপ্তারকৃত রিপন বড়ুয়া (৩৬) বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

ওসি আরও জানান, তিনি সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেট এনে রিয়াজুদ্দিন বাজারে সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *