তারেক রহমানের দেওয়া আংটি পরিয়ে শহীদ রাকিবের নবজাতক কন্যাকে বরণ

ময়মনসিংহ

নিখাদ খবর ডেস্ক>

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তারে কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে সাবরিনা বিনতে সিদ্দিকী। শহীদ কন্যার পৃথিবীতে আগমণের আনন্দ উদযাপন করতে  হাট বাজারে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনার আংটি উপহার দিয়ে শহীদ কন্যা সাবরিনাকে বরণ করেছেন তারা।

গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ রাকিবের স্ত্রীর কন্যা সন্তান জন্মের খবর জানতে পেরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন । পরে তিনি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজার এলাকার পুনাইল গ্রামে যান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের হাতেও তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে নতুন কাপড় তুলে দেন এবং মিষ্টি বিতরণ করেন।

গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর সাদিয়া তার মেয়েকে নিয়ে ঈশ্বরগঞ্জের উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের বাবার বাড়িতে যান।

রাকিব তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে  ‘গত বছরের ২০ জুলাই কলতাপাড়া বাজারে কারফিউ ভঙ্গ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করারা সময় কলতাপাড়া বাজারে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *