নিখাদ খবর ডেস্ক>
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা ও চিকিৎসার জন্য যাতে তাঁকে হাসপাতালের বিভিন্ন স্থানে না নিয়ে এক ছাদের নিচে চিকিৎসা নেয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
লন্ডনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের জন হপকিনস হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলার (ছাতা) নিচে; অর্থাৎ ওয়ান–স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।’
মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বশেষ পরীক্ষা–নীরিক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, পরবর্তী সময়ে আরও কিছু পরীক্ষা–নীরিক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আরও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক দুই–এক দিনের মধ্যে খালেদা জিয়াকে দেখবেন।
১৭ জানুয়ারি শুক্রবার লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে হার্ট, কিডনি, লিভার, আথ্রাইটিস ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।
৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিক এ নিয়ে ভর্তি করা হয়।