নিখাদ খবর ডেস্ক>
এবার সাইফের দেখা পেলেন ভজন। লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অটো চালক ভজনের সাথে দেখা করে সোজা গিয়ে ওঠেন নিজের বাড়িতে। আহত হওয়ার পর বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলী খান।
সে সময় অভিনেতার সঙ্গে ছিল আট বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। এর পর থেকেই নায়ক বনে গেছেন ভজন। প্রশংসার পাশাপাশি পুরস্কারও পেয়েছেন।