সাতক্ষীরায় কলেজের পুকুরের মাছ বিক্রি করে দিলেন এক বিএনপি নেতা

Uncategorized

সাতক্ষীরা প্রতিনিধি>

কোন টেন্ডার ছাড়াই মাছ বিক্রি করলো সাতক্ষীরা সরকারি কলেজ। পুকুরের মাছ ধরে নিলেন স্থানীয় বিএনপি নেতা। গত ২০ জানুয়ারি ভোরে তিনি মাছ ধরে বিক্রি করে দেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, সাতক্ষীরা সরকারি কলেজের খাল পুকুর জমি গাছ কোনদিন টেন্ডার হয়নি। নতুন করে টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে মাত্র।

গত ৫/১/২৫ তারিখে কলেজের একটি খাল ও ছোট্র একটি পুকুর ওপেন টেন্ডার হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মতিনুর রহমান কচি এক বছরের জন্য ৭০ হাজার টাকা দিয়ে লিজ নেন।বাকি গুলো প্রক্রিয়াধীন। কিন্তু সরকারি কলেজের হোস্টেল সংলগ্ন পুকুর টেন্ডার দেওয়া হয়নি।

অথচ গত ২০ তারিখে রাতের অন্ধকারে মতিনুর রহমান কচি মাছ ধরে বিক্রি করে দেন। যা দেখে সবাই হতবাক হয়ে যায়।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মতিনুর রহমান কচি বলেন, আমি কলেজের খাল ও ছোট পুকুরটি লিজ নিয়েছি। হোস্টেলের পুকুর নেয়নি।

সরকারিক কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বদরুল মিল্লাতের কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছ কিনে নেয়ার দাবী করেন।

এ বিষয়ে, বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বদরুল মিল্লাত বলেন, আমি পুকুরের মাছ বিক্রি করার কে? কলেজের অধ্যক্ষ এবং ক্রয় বিক্রয় টেন্ডার কমিটি রয়েছে। আমি কোন মাছ বিক্রি করিনি।

সাতক্ষীরা সরকারি কলেজের ক্রয় ও টেন্ডার কমিটির আহবায়ক ও ব্যাবস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোন্তাজাবুর রহমান বলেন, কলেজে একটি খাল ও ছোট পুকুরটি টেন্ডার দেওয়া হয়েছে। হোস্টেল সংলগ্ন পুকুরে কাউকে টেন্ডার ও মাছ ধরার অনুমতি দেওয়া হয়নি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম জানান,মৌখিক ভাবে মাছ ধরার অনুমোদন দেয়ার কথা স্বীকার করে বলেন হোস্টেলের পুকুরটি লিজ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *