স্কুল ছাত্র অনয় হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করে মানববন্ধন

অপরাধ

বেলাব প্রতিনিধি > স্কুল ছাত্র অনয় চন্দ্র মোদকের অপহরন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় দেড় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষন প্রবীর কুমার ঘোষ এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীসহ ও এলাকাবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ, বেলাব সরকারি ২নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, পরিবারের লোকজনসহ নিহতের সহপাঠীরা।

উল্লেখ্য গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য মায়ের কাছে বলে বাজারে যায় অনয়। এরপর গত ১৯ জানুয়ারি উপজেলার দিঘলদীকান্দা গ্রামের পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে অনয়ের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করে পুলিশ।

এসময় বক্তারা অনয় অপহরণ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।প রে একটি মিছিল সহকারে উপজেলা পরিষদে যান মানববন্ধনে অংশগ্রহনকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *