নরসিংদী প্রতিনিধি>
বি এন পির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন আওয়ামী লীগের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। তিনি আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নরসিংদী ৫ আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। জেলা বিএনপির সাবেক সাধারণ মনজুর এলাহী ও সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার।