নরসিংদী প্রতিনিধি > ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে নরসিংদী জেলা জাতীয় পার্টি। আজ রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন-‘ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে, মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার আবেদনের প্রেক্ষিতে নরসিংদী জেলা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ, সু-সংগঠিত ও সাংগঠনিক কাজকে বেগবান করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে মো: হাবিবুর রহমান ভূঁইয়াকে সভাপতি, মো: নেওয়াজ আলী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে”। এই আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও জানান তিনি।