পঞ্চগড় প্রতিনিধি >
পঞ্চগড় জেলা শহরের নিচতলা এলাকায় আজ দুপুরে জাকের পার্টির দলীয় কার্যালয়ে বিশ্ব ইসলামি মহাসম্মেলন ২০২৫ উপলক্ষে একটি মিশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি পঞ্চগড় জেলা ছাত্রফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম আলম। সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আয়নাল হক। এসময় জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা ছাত্রফ্রন্টের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিশন প্রধান রবিউল ইসলাম রবি তার বক্তব্যে বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ বিগত সময়ে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জাকের পার্টি কখনো ১৪ দল বা ৩৬ দলের অংশ হয়নি। আমরা নিজস্ব দলীয় কার্যক্রম অব্যাহত রাখব এবং মানুষের সেবায় নিবেদিত থাকব। বিশ্ব ইসলামি মহাসম্মেলন সফল করতে ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।”
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।