বিএনপি সু-সময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না

জাতীয় বাংলাদেশ রাজনীতি সারাদেশ

নরসিংদী প্রতিনিধি >
নরসিংদীর বেলাবতে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি সু-সময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মিডিয়ার অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে সকল অধিকার বাস্তবায়নে বিএনপি কাজ করে গেছে।

আজ শনিবার দুপুরে বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু রাজনৈতিক দল নয়, নেতা নয়, সমাজের জ্ঞানীগুণী প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি যেন সংসদে থাকে, সেজন্য তিনি সংসদে আরও একটি উচ্চকক্ষ তৈরি করবেন। যারা এমপি ও মন্ত্রীদের পরামর্শক হিসেবে থাকবেন। তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এমপি, মন্ত্রীরা কাজ করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবাইকে একসাথে নিয়ে কাজ করে যাবে। আগামী নির্বাচনে জনগণ যেন নিজের ভোট দিতে পারে সেটা আমরা চাই। ভোট যেন রাতে না হয়ে যায়, দিনের ভোট যেন দিনেই হয়। ভোটকেন্দ্র যেন কোন মাস্তান দখল করতে না পারে। কোন প্রশাসন যেন একটি বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ সেটাই আমরা চাই। আমরা চাই অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে সবার অংশগ্রহণে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই নির্বাচনের জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে।

বেলাব উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে হতদরিদ্রের মাঝে পাঁচশত শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেলাব উপজেলা বিএনপির নেতা হাজী আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: জহিরুল হক সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজদ, মনোহরদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাম্মির রহমান টিপুসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *